• এন্টালিতে ২.৬৬ কোটি টাকা লুটের ঘটনায় গ্রেফতার পাঁচ, ২৯ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ
    আনন্দবাজার | ০৯ মে ২০২৫
  • এন্টালিতে লুটের ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্যাক্সি থেকে ২.৬৬ কোটি টাকা লুটের ঘটনায় এখনও পর্যন্ত ২৯ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, লুটের ঘটনায় ধৃতেরা হলেন সঞ্জীব দাস ওরফে পচা, মহম্মদ সরফরাজ ওরফে সোনু, রিজু হাজরা, শাহরুখ শেখ, আলমগির খান। ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের অফিস থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই কর্মচারী। ব্যাগে ছিল দুই কোটি ৬৬ লক্ষ টাকা। সেই টাকা ব্যাঙ্ক জমা দিতেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, ট্যাক্সি ফিলিপ্‌স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিতে ওঠেন। তাঁরা উঠেই ট্যাক্সিটিকে কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে নিয়ে যান এবং টাকা লুট করে পালান। এন্টালি থানায় লুটের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার ওই দুই কর্মী থানায় পুরো ঘটনা জানান।

    অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করে পুলিশ। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সঞ্জীবের এক বন্ধু শৈলেনের সুভাষগ্রামের বাড়ি থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। সঞ্জীবকে জেরা করেই এই তথ্য পেয়েছিল পুলিশ। আর এক অভিযুক্ত আলমগিরের তপসিয়ার বাড়ি থেকে তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)