মাস চারেকের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতবেন সকলেই। দুর্গাপুজো মানেই কলকাতা-সহ জেলার বিশেষ পুজোগুলির দিকে নজর থাকে সকলেরই। যার অন্যতম হলো নদিয়ার কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো। কী থিম হবে এই ক্লাবের? জানার অপেক্ষায় থাকেন সকলেই। এ বারেও বিশেষ চমক থাকছে কল্যাণীর এই ক্লাবের পুজোয়।
জানা গিয়েছে, বৌদ্ধদের পবিত্র শোয়েডাগন প্যাগোডা (Shwedagon Pagoda) আদলে তৈরি হচ্ছে এ বারের মণ্ডপ। গোটা প্যান্ডেলটিতে সাদা রংয়ের মেরু পর্বতের পৌরাণিক নক্সা থাকবে বলে পুজো উদ্যোক্তাদের সূত্রে খবর। আগামী ১২ মে কল্যাণী আইটিআই পার্ক লুমিনাস ক্লাবের খুঁটি পুজো। আর সেদিন থেকেই কার্যত দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজোয়।
গত কয়েক বছরে কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব কমিটি টুইন টাওয়ার, ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ তৈরি করে গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। কল্যাণীর এই মণ্ডপ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ছুটে এসেছেন নদিয়ার কল্যাণীতে। ভিড় সামলাতে নাজেহাল হতে হয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে ক্লাবের ভলেন্টিয়ারদের। এ বারেও তার অন্যথা হবে না বলেই ধারণা ক্লাবের।
সিনবিউম প্যাগোডা অর্থাৎ মায়ানমারের স্থাপত্য ইরাবতী নদীর পশ্চিম তীরে সাগাইং অঞ্চলের প্যাগোডা। ১৭৮৬ সালে তৈরি হয়েছিল এই প্যাগোডা। ১৮১৬ সালে এই প্যাগোডার কাজ সম্পন্ন হওয়ার পর সূচনা হয়েছিল। এ বার তারই আদলে তৈরি হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের সুসজ্জিত শুভ্র সাদা রঙের এই প্যান্ডেল।
এ বিষয়ে পুজো উদ্যোক্তাদের অন্যতম অরূপ মুখোপাধ্যায় বলেন, ‘আগামী ১২ই মে খুঁটিপুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে দুর্গোৎসবের সূচনা। প্রতিবারের মতো এবারেও কল্যাণী আইটিআই পার্ক দুর্গোৎসব কমিটি অর্থাৎ লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ সকলের নজর রাখবে এই আশা রাখি।’