কবিপ্রণামের মঞ্চে জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাম হামলার বদলায় অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। শুক্রবার রবীন্দ্র সদনে কবিগুরুর জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে মমতা বললেন, ‘সেনাবাহিনী আমাদের জন্য লড়াই করে, মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করে।’
যুদ্ধ পরিস্থিতিতে মমতার গলাতেও এ দিন ছিল সাবধানতার সুর। বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আকাশের মেঘ কালো, আঁধার কালো।’ অবশ্য পর মুহূর্তেই সব ভয় জয় করাও বার্তাও দেন। বলে ওঠেন, ‘কবিগুরুকে ধার করেই বলি, নাই নাই ভয়, হবে হবে জয়। কিংবা আমি ভয় করব না ভয় করব না।’
গত কয়েক বছর ধরে বাংলা ভাষার ব্যবহার, বলা ভালো অপব্যবহার নিয়ে জোর বিতর্ক চলছে। রবীন্দ্রনাথ, নজরুলের মাটিতে কেন বাংলা ভাষার চর্চা হবে না। প্রকারন্তরে এই প্রশ্নও এ দিন তুলে দেন মমতা। বলেন, ‘ আজ রবীন্দ্রজয়ন্তী পালন করছি। করবও। কিন্তু অন্য দিন! চর্চা নেই। কদর নেই। সিরিয়ালগুলোতেও তাই দেখি। নিজের ঐতিহ্য, সংস্কৃতির প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে।’