• ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই বীরভূমে গ্রেপ্তার দুই সন্দেহভাজন জঙ্গি...
    আজকাল | ১০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই যুবক। ধৃতরা আজমল হোসেন এবং সাহেব আলি খান বলে জানিয়েছে এসটিএফ। দু'জনেই বীরভূমের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটি এবং মুরারই থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

    এসটিএফ সূত্রে জানা গিয়েছে, দু'জনেই নিষিদ্ধ বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি'র সঙ্গে যুক্ত এবং এই সংগঠনের জেহাদি কাজের প্রচার করত। বিশেষ করে যুব সমাজের মধ্যে এবিষয়ে প্রচার এবং তাদের নিজেদের সংগঠনে যুক্ত করাই ছিল তাদের অন্যতম লক্ষ্য। এর পাশাপাশি এই দুই যুবক ও তাদের অন্যান্য সহযোগীরা মিলে আগ্নেয়াস্ত্র জোগাড় ও বিস্ফোরক তৈরির চেষ্টাতেও ছিল। যা দিয়ে তারা এদেশে সন্ত্রাসবাদী কাজ করার পরিকল্পনা করেছিল। 

    দু'জনের মধ্যে আজমল বাংলাদেশে জেহাদি কাজের জন্য একবার যাওয়ার চেষ্টাও করে। এসটিএফ সূত্রে জানা যায়, এই উপমহাদেশের আরও বেশ কিছু জায়গায় তার পরিচিতি রয়েছে। দু'জনকেই রামপুরহাট আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে চাইবে এসটিএফ।
  • Link to this news (আজকাল)