• তৈরি ভারতীয় রেল, সেনার দ্রুত যাতায়াতের জন্য প্রস্তুত বিশেষ র‍্যাম্প...
    আজকাল | ১০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তৈরি ভারতীয় রেল। ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনে রেল স্টেশনে প্রস্তুত রাখা হল বিশেষ 'র‍্যাম্প'। দ্রুত ওই র‍্যাম্প ব্যবহার ‌করে যাতে সেনা ‌তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ট্রেনে উঠতে পারে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। ‌উত্তরপূর্ব সীমান্ত রেলের তরফে কয়েকটি স্টেশনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোন কোন স্টেশনে এই র‍্যাম্প প্রস্তুত রাখা হয়েছে তা নিয়ে রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 

    জানা গিয়েছে, আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের সীমান্তবর্তী স্টেশনগুলিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই র‍্যাম্পের মাধ্যমে সেনাবাহিনী তাদের ছোট গাড়ি, ট্রাক এবং যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র ট্রেনে নিয়ে যেতে পারবেন। 

    শুক্রবার এবিষয়ে আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, 'সেনার যাতায়াতের সুবিধার জন্য আপৎকালীন পরিস্থিতিতে বেশ কয়েকটি রেল স্টেশনে নতুন করে র‍্যাম্প মেরামত ও তৈরি করা হয়েছে।  নিরাপত্তাজনিত কারণে এবিষয়ে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। এটুকু বলছি, সেনাবাহিনীর সহযোগিতায় রেল দপ্তর সবসময় প্রস্তুত।' 

    আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা উত্তরবঙ্গে সীমান্তবর্তী রেল স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। স্টেশনে স্টেশনে বাড়ানো হয়েছে আরপিএফ এবং রেল পুলিশের তৎপরতা। কুকুর নিয়ে স্টেশন এবং ট্রেনে চালানো হচ্ছে নজরদারি। বিশেষ করে বৃহস্পতিবার হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবৈধভাবে এক যুবকের প্রবেশের পর আরও বেশি সতর্ক হয়েছে প্রশাসন।
  • Link to this news (আজকাল)