হুগলি রবীন্দ্র ভবনে আয়োজিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান
আজকাল | ১০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হল হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আয়োজনে ছিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে কবির মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সভাধিপতি শ্রী রঞ্জন ধাড়া, জেলা পরিষদের মেন্টর ড.সুবীর মুখোপাধ্যায় সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর চুঁচুড়া রবীন্দ্র ভবনের মঞ্চে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সভাধিপতি শ্রী রঞ্জন ধাড়া, জেলা পরিষদের মেন্টর ড.সুবীর মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসকগণ, মহকুমাশাসক সদর ও অন্যান্য অতিথিবৃন্দ। চুঁচুড়া রবীন্দ্র ভবনে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। জেলার ৪৫ টি সাংস্কৃতিক সংস্থার পাঁচশোর বেশি শিল্পী এই কবি প্রণামের আয়োজনে অংশ নেন।
গোটা অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিলেন হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য।