প্রত্যাঘাত না করলেই অপরাধ হত, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে সমর্থন জানিয়ে জানাল রামকৃষ্ণ মিশন...
আজকাল | ১০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'দেশের মানুষ যেন আমাদের দেশ এবং সরকারের পাশে দাঁড়ায়। ভারত মাতৃকাকে যে কোনও ধরনের আঘাত করার চেষ্ঠা করবে, আমরা তাঁর সন্তান হিসেবে অবশ্যই প্রত্যাঘাত করব।' পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের হত্যা এবং তার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে একথা বলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুবিরানন্দজী মহারাজ।
শুক্রবার একটি অনুষ্ঠানে সেক্রেটারি মহারাজ বলেন, 'স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ। ভারত হল বিবেকানন্দের ভারত, রামকৃষ্ণের ভারত। সভ্যতার প্রথম প্রভাত থেকে ঋষি মুনির ভারত। সেই ভারতকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তবে ভারতবর্ষ বসে থাকবে না। প্রত্যাঘাত করবেই।'
ভারত সরকার যদি প্রত্যাঘাত না করত তবে সেটা হত অপরাধ। সেক্রেটারি মহারাজ বলেন, 'এতে আধ্যাত্মিক বা শাস্ত্রীয় দিক থেকে কোনও অপরাধ নেই। বরং প্রত্যাঘাত না করাই অপরাধ। আমরা একে পূর্ণ সমর্থন করছি।' তাঁর কথায়, এই যুদ্ধ হল অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ। দেশবাসী যেন এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করেন।
এদিনের অনুষ্ঠানে বেলুড় মঠের জেটিঘাট থেকে গঙ্গায় ২ লক্ষ ২০ হাজারের কাছাকাছি রুই, কাতলা, ও মৃগেল মাছের বাচ্চা ছাড়া হয়।