• শেষ সুযোগ… পুলিশ না পারলে বেআইনি নির্মাণ ভাঙবে কেন্দ্রীয় বাহিনী! তোপ বিচারপতি সিনহার
    প্রতিদিন | ১০ মে ২০২৫
  • গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও শহর কলকাতার একটি বেআইনি নির্মাণ ভাঙতে পারেনি পুরসভা। দলবল নিয়ে গিয়েও তিন-তিনবার খালি হাতে ফিরতে হয়েছে। বাসিন্দাদের প্রতিরোধের সামনে পুলিশও ছিল অসহায় দর্শক। এবার সেই পাঁচতলা বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেষ সুযোগ। কলকাতা পুলিশ না পারলে এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই বিল্ডিং খালি করানোর নির্দেশ দেবে আদালত।

    জানা গিয়েছে, ২০২৩ সালে কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ২৯ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। নারকেলডাঙা থানা এলাকার ছামরু সিং লেনের ১৪/এইচ/১ নম্বর ঠিকানার অবস্থিত ওই নির্মাণটি পুরোপুরি বেআইনি বলে অভিযোগ ছিল মামলাকারীর। মামলার শুনানিতে পুরসভাও স্বীকার করে নেয় ওই নির্মাণটি পুরোপুরি বেআইনি। তারা আরও জানায় ২০১৭ সালেই নির্মাণকারীকে ৪০১ ধারায় নোটিস জারি করা হয়েছিল। পাশাপাশি নারকেলডাঙা থানায় অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও করা হয়েছে বলে জানায় পুরসভা।

    পুরসভার বক্তব্য শোনার পর ২০২৩ সালের ৩ অক্টোবর বিচারপতি সিনহা নির্দেশে জানান, নারকেলডাঙা থানাকে ওই বেআইনি নির্মাণ খালি করতে হবে। তারপর নির্মাণটি পুরোপুরি ভেঙে ফেলতে হবে পুরসভাকে। কিন্তু নির্দেশের পর বহুদিন কেটে গেলেও তা কার্যকর করতে পারেনি পুরসভা। তাদের দাবি ছিল, পুলিশ ওই নির্মাণ খলি করতে পারছে না। লোকজন নিয়ে গিয়েও বাসিন্দাদের প্রতিরোধের করেণে পুরসভাকে ফিরে আসতে হয়েছে। এদিকে নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেখানেও পুরসভার বক্তব্য, ওই নির্মাণ ভাঙার চেষ্টা করা হলেও পুরসভাকে ফিরে আসতে হয়েছে। পুলিশ কোনওভাবেই ওই নির্মাণ খালি করতে পারেনি। তার প্রেক্ষিতেই হুঁশিয়ারি হাই কোর্টের।
  • Link to this news (প্রতিদিন)