• ‘সবাই ভালো থাক, দেশ ভালো থাক’, রবীন্দ্রজয়ন্তীতে বার্তা মমতার
    প্রতিদিন | ১০ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের সংঘাতের পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হয়েছে দেশজুড়ে। পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়ছেন ভারতীয় জওয়ানরা। জঙ্গিদের নির্মূল করার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। এই আবহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে দেশ, মানুষ, সবার ভালো থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    আজ শুক্রবার কবি গুরু রবীন্দ্রনাথের ১৬৪ তম অনুষ্ঠানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কবিগুরুকে সম্মান জানানোর পর বলেন, “যারা সেনা জওয়ান লড়াই করছে, মাতৃভূমি রক্ষা করছে, তাদের শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাক, দেশ ভালো থাক, মানুষ ভালো থাক।” মঞ্চে কবি গুরুর কবিতার কয়েকটি লাইনও উদ্ধৃত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে আমারা  শিখেছি, ‘নাই নাই ভয়, হবে হবে জয়’।”

    পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন রবীন্দ্রনাথের জন্মদিন শুধু তাঁর জন্মদিন নয়। ভাষা সংস্কৃতিরও জন্মদিবস। তাঁকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। মমতা বলেন, “আমাদের সকাল, আমাদের বিকেল, সন্ধ্যা, রাতে, এমনকী দুঃখ, আনন্দে সব কিছুতেই কবিগুরুর থেকে শিক্ষা পাই।” সঙ্গে কিছুটা আক্ষেপের সুরে বলেন, “শুধু এই দিনগুলিতে আমরা একটু বেশি রবীন্দ্রচর্চা করি। যা স্বাভাবিক। কিন্তু অন্যদিন গুলিতে এই চর্চার কদর কমিয়ে দিয়েছি।” আরও বলেন, “প্রতিটি রাজ্যের কিছু সংস্কৃতি, ভাষা আছে। নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা সব নিয়ে চলা উচিত। একদিন নয়, বাকিদিনগুলিতেও যেন আপন করি।”  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার নগরপাল-সহ একাধিক কর্তা। 
  • Link to this news (প্রতিদিন)