একই মোডাস অপারেন্ডি! ৭ দিনের মধ্যেই পাসপোর্ট-আবেদনে ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা..
হিন্দুস্তান টাইমস | ১০ মে ২০২৫
এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের জাল বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করাতে গিয়ে গ্রেফতার হলেন এক যুবক। সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - ধৃতের নাম আবদুল ওয়াশিদ। তিনি একবালপুর থানা এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত সপ্তাহেও হুবহু এমনই একটি ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, পাসপোর্ট তৈরি করানোর জন্য যে নথি আবদুল পেশ করেছিলেন, তাঁর মধ্যে তাঁর জন্মের শংসাপত্রটিও ছিল। সেটি হাওড়া জেলার কোনও একটি পঞ্চায়েত এলাকা থেকে তৈরি করানো হয়েছিল। কিন্তু, শংসাপত্রটি দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের কর্মীদের। তাঁরা তথ্য যাচাই করতেই সত্য ফাঁস হয়ে যায়। জানা যায়, ওই বার্থ সার্টিফিকেটটি আসলে জাল!
হাওড়া জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে নিশ্চিত হয় কলকাতা পুলিশ। এরপর আজই তাঁকে আদালতে পেশ করা হবে।
লক্ষ্যণীয় বিষয় হল, গত সপ্তাহেও ঠিক একইভাবে এক যুবককে গ্রেফতার করেছিল করে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। ধৃতের নাম ছিল মহম্মদ আফতাব আলম। তিনি কলকাতার রাজাবাগানের বাসিন্দা। তিনিও পাসপোর্ট তৈরি করানোর জন্য যে বার্থ সার্টিফিকেটটি নথি হিসাবে পেশ করেছিলেন, সেটি জাল ছিল!
জানা গিয়েছে, তাঁর জন্মের শংসাপত্রটি মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম থেকে ইস্যু করানো হয়েছিল। কিন্তু, তথ্য যাচাই করার সময় ধরা পড়ে যায় যে সেটি আসলে ভুয়ো। এরপরই আফতবকে গ্রেফতার করা হয়। আর, এবার গ্রেফতার হলেন আরও একজন।