• কবিগুরুর জন্মজয়ন্তীতে তাঁর গানেই ভারতীয় সেনাকে কুর্নিশ জানালেন মমতা!
    হিন্দুস্তান টাইমস | ১০ মে ২০২৫
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, এবং তার পরবর্তীতে অপারেশন সিঁদুর - এই গোটা ঘটনাক্রম এবং দেশের বর্তমান সীমান্ত পরিস্থিতি - এই প্রেক্ষাপটে বারবার দেশের স্বার্থ সর্বাগ্রে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যেখানে ভারত-পাক সীমান্তে আমাদের সেনাবাহিনী, বায়ুসেনার সদস্যরা জীবন বাজি রেখে সারাভারতকে পাহারা দিচ্ছেন, পড়শি পাকিস্তানের একের পর এক কাপুরুষোচিত হামলা ধূলিসাৎ করে দিচ্ছেন, সেই আবহে ভারতের এই বীর সন্তানদের শুভকামনা এবং কৃতজ্ঞতায় ভরালেন বাংলার মুখ্যমন্ত্রী। রবীন্দ্রজয়ন্তীর মঞ্চ থেকে দিলেন বিশ্বাস, ভরসা ও আগাম জয়ের বার্তা!

    আজ কলকাতার রবীন্দ্র সদনে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা সেনাবাহিনীতে রয়েছেন, আমাদের জন্য লড়াই করছেন, মাতৃভূমিকে রক্ষা করছেন, তাঁদের সকলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শুভেচ্ছা জানাচ্ছি।'

    একইসঙ্গে কবিগুরুর লেখা উদ্ধৃত করে ভারতীয় সেনাসদস্যদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার...! অথবা... আমি ভয় করব না ভয় করব না। দু'বেলা মরার আগে মরব না, ভাই মরব না...!'

    এদিন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সমাজমাধ্যমেও পোস্ট করেন মমতা। লেখেন, 'শুধু ২৫শে বৈশাখ নয়, প্রতিদিনই আমরা তাঁকে স্মরণ করি। আমাদের দিশায়, আমাদের ভাষায়, আমাদের আশায়— সবকিছুতেই তিনি! সারা বিশ্ব তাঁর সৃষ্টির আলোকে আলোকিত।' রবীন্দ্র সদনে আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানমঞ্চ থেকেও একথা বলেন তিনি।

    এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ বহু শিল্পীকে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানমঞ্চ থেকে দেশ ও সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)