• ঝড়বৃষ্টিতে সেভক, চালসা সহ বিভিন্ন এলাকায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত
    বর্তমান | ১০ মে ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার রাতের ঝড়বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েক জায়গায় গাছ পড়ে ডুয়ার্স ও সিকিম থেকে সেভক হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে পাহাড় থেকে সমতলে নামা, অন্যদিকে সমতল থেকে পাহাড়ে কিংবা ডুয়ার্সে যাওয়া গাড়ির লম্বা লাইন পড়ে যায়। সেভকের পাহাড়ি রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে রাস্তা থেকে গাছ কেটে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সকাল ১১টা গড়িয়ে যায়। 

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে থেকে ঝড়বৃষ্টি শুরু হয়। সেভকের আট মাইল থেকে সেভক পেট্রল পাম্প পর্যন্ত তিনটি জায়গায় বড় বড় গাছ রাস্তার উপর ভেঙে পড়ে। রাতে পাহাড়ে চলাচল করা একাধিক গাড়ি জাতীয় সড়কের আটকে পড়ে। সামনে পিছনে গাছ পড়ে যাওয়ায় মাঝখানে ফেঁসে যায় একাধিক গাড়ি। ভোরের আলো ফুটতেই প্রশাসন শ্রমিক পাঠিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে। ফলে সকাল ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধই থাকে। 

    রাজীব বর্মন নামে এক গাড়িচালক বলেন, আমি শিলিগুড়ি থেকে ডুয়ার্সের দিকে যাচ্ছিলাম। কিন্তু গাছ ভেঙে রাস্তার মধ্যে পড়ে যায়। তিনটি জায়গায় রাস্তার মধ্যে গাছ পড়ে। মাঝখানে গাড়ি নিয়ে ফেঁসে যাওয়ায় না ডুয়ার্সে যেতে পারছিলাম, না সমতল শিলিগুড়ির দিকে ফিরতে পেরেছি। 

    উল্লেখ্য, ডুয়ার্সের মাল, মেটেলি ও নাগরাকাটা থেকে শিলিগুড়ি যাওয়ার দু’টি রাস্তা রয়েছে। একটি সেভকের করোনেশন সেতু হয়ে, অপরটি গজলডোবা তিস্তা ব্যারেজ হয়ে। যেহেতু গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু মেরামতের কাজ চলছে তাই সেই রাস্তা এখন বন্ধ। একমাত্র সেভকের রাস্তাটিই খোলা। এদিন সকালের দিকে সেই রাস্তাও বন্ধ থাকায় গাড়িচালকরা বিপাকে পড়েন। অন্যদিকে, রাত ৩টে নাগাদ ব্যাপক ঝড়বৃষ্টিতে চালসা-মেটেলি রাজ্য সড়কের উপরেও বড় একটি গাছ ভেঙে পড়ে। এতে সংশ্লিষ্ট সড়কেও যান চলাচল বেশকিছুক্ষণ বন্ধ থাকে। পরে গাছ কেটে সকাল ১০টার পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। রাতের ঝড়ে কিলকোট চা বাগান সংলগ্ন রাজ্য সড়কেও একটি গাছ উপড়ে পড়ে। মেটেলি থানার পুলিস ও চালসা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।   
  • Link to this news (বর্তমান)