নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইবি’র দুই অফিসারকে কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার বড়বাজার থানার পুলিস দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের নাম মহম্মদ শাহনওয়াজ ও মহম্মদ মোসিব। ওইদিন দুপুরে কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) আধিকারিকরা গোপন সূত্রে খবর পান, বড়বাজারে একটি নামী সংস্থার ব্যাগের ‘প্রতীক’ জাল করে এক ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল। সেই মতো কয়েকজন অফিসার ওই দোকানে হানা দিতে গেলে দুই ব্যক্তি ইবি’র দুই অফিসারকে বাধা দেন। বড়বাজার থানাকে বিষয়টি জানানো হলে পুলিস এসে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাদের আইনজীবী জামিনের আর্জি জানান। তার বিরোধিতা করেন সরকারি কৌঁসুলি। বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতদের জামিনের আর্জি মঞ্জুর করেন।