• কোনা এলিভেটেড করিডর: কাজে গতি আনতে কেন্দ্রের কাছে আবেদন নবান্নের
    বর্তমান | ১০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের কাছে ফের একবার কোনা এক্সপ্রেসওয়ে এলিভেটেড করিডর তৈরির কাজে গতি আনার আবেদন জানাল নবান্ন। বহু প্রতীক্ষার পর অবশেষে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী এই ছ’লেনের উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে সাঁতরাগাছি এলাকার নিত্যদিনের যানজট এড়িয়ে সহজেই পৌঁছনো যাবে কলকাতায়। বর্তমানে এই উড়ালপুলের পিলার তৈরির কাজ চলছে। এর পাইলিংয়ের কাজ বর্ষার আগে শেষ না করা গেলে অন্তত তিন থেকে চার মাস পিছিয়ে যাবে নির্মাণকাজ। সেই কারণে শুক্রবার কেন্দ্রীয় সচিবের সঙ্গে বৈঠকে এই কাজে আরও গতি আনার আর্জি জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এলিভেটেড করিডরের কাজের দায়িত্বে রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাজ্যের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। তবে এই নির্মাণকাজ চলার কারণে বর্তমানে ব্যাপক যানজট হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে আর্জি জানানোর পিছনে এটিও একটি কারণ বলে জানা গিয়েছে। ২৫ এপ্রিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান সন্তোষ যাদবের সঙ্গে নবান্নতেই বৈঠক হয় মুখ্য সচিবের। সেখানেও এই এলিভেটেড করিডরের কাজে গতি আনার বিষয়টি তিনি জানিয়েছিলেন।

    এছাড়া, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্প, একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণ এবং এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্পের কাজে অগ্রগতি নিয়েও আলোচনা হয় বলে খবর। এদিন রাজ্যে এসেছিলেন সমন্বয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সচিব মনোজ গোভিল। সকালে নিউ গড়িয়া-দমদম এয়ারপোর্ট মেট্রো প্রকল্প পরিদর্শন সেরে তিনি পৌঁছন নবান্নে। সেখানে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রসঙ্গত, এই মেট্রো প্রকল্পের কাজ শেষ করতে গেলে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ সহ আরও কয়েকটি ক্ষেত্রে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিনের আলোচনায় রাজ্যের তরফে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর। পরে আরও বৈঠকের  প্রয়োজন আছে বলে মনে করছে রাজ্য প্রশাসন। রেলের কিছু প্রকল্পের জমি সংক্রান্ত বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। জাতীয় সড়ক এবং রেলের প্রকল্প—দু’টি ক্ষেত্রেই রাজ্যের তরফে সবরকম সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন। 
  • Link to this news (বর্তমান)