নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরফায় বাড়ি থেকে এক অশীতিপর বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল পুলিস। নাম মনোহর সাউ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ১০ নম্বর গরফা মেন রোড থেকে দেহটি উদ্ধার হয়। পচা গন্ধ বের হতে থাকায় স্থানীয় বাসিন্দারা গরফা থানায় খবর দেন। এরপর পুলিস এসে দেহটি উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।