• ধৃত ৪ অস্ত্র কারবারি, নারায়ণপুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ
    বর্তমান | ১০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিলাসবহুল গাড়িতে করে আগ্নেয়াস্ত্র পাচারের আগেই গ্রেপ্তার বেআইনি অস্ত্রের কারবারি। নারায়ণপুর থানার বেড়াবেড়ি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, উদ্ধার হওয়া সেভেন এম এম পিস্তল বিহার থেকে নিয়ে আসা হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। 

    এসটিএফের কাছে খবর আসে, নারায়ণপুর এলাকায় একটি গাড়িতে করে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছে। ওই গাড়িতে চারজন অস্ত্র কারবারি রয়েছে। এই আগ্নেয়াস্ত্র তাদের হাত ঘুরে অন্য জায়গায় যাবে। সেইমতো একটি টিম পৌঁছে যায় নারায়ণপুর এলাকার বেড়াবেড়িতে। ওই গাড়িটি আসামাত্র সেটিকে থামিয়ে তল্লাশি চালান এসটিএফের অফিসাররা। উদ্ধার হয় সেভেন এম এম পিস্তল, দু’টি দেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ বিভিন্ন সামগ্রী।  ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, তারা অনেকদিন ধরেই অস্ত্র ব্যবসা করছে। সন্দেহ এড়াতে তারা বিলাসবহুল গাড়ি ব্যবহার করেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা জেনেছেন, এই আগ্নেয়াস্ত্র বিহার থেকে নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে বিহারের বেশ কয়েকজন অস্ত্র কারবারির যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকে সেভেন এম এম পিস্তল এনে এখানকার দুষ্কৃতীদের হাতে তুলে দিত তারা। একইসঙ্গে দেশি আগ্নেয়াস্ত্র এখানে তৈরি হচ্ছে বলে খবর। কোন কারখানায় এই আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে, তার খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। এক একটি সেভেন এম এম পিস্তল বিক্রি হয় আট থেকে দশ হাজার টাকায়। কারা এই অস্ত্র কিনছে, জেরা করে তা জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)