• দু’সপ্তাহের মধ্যেই মাদ্রাসা শিক্ষকদের বেতন মেটানোর নির্দেশ
    বর্তমান | ১০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের আগামী দু’সপ্তাহের মধ্যে বেতন দিতে হবে। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে রাজ্যের মাদ্রাসাগুলিতে শতাধিক শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল ম্যানেজিং কমিটি। কিন্তু সেই নিয়োগ অবৈধ বলেই দাবি রাজ্য সরকারের। জানানো হয়, ম্যানেজিং কমিটি নয়, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করবে। 

    যদিও সার্ভিস কমিশনের নিয়োগের নিয়ম কার্যকর হয় ২০২০ সালে। ফলে তার আগে নিযুক্তদের কেন বেতন দেওয়া হবে না? এই প্রশ্ন তুলে মাদ্রাসা শিক্ষকদের একাংশ শীর্ষ আদালতে মামলা করেছিলেন। ২০২৪ সাল থেকে চলছে সেই মামলা। শিক্ষক-শিক্ষাকর্মীদের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী দেবদত্ত কামাত, গোলাম মহিউদ্দিন এবং অনিন্দ্য মুখোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষে হাজির ছিলেন রাকেশ দ্বিবেদী। বিচারপতি অভয় এস ওক এবং বিচারপতি উজ্জল ভুয়ানের বেঞ্চে ছিল শুনানি। বাদী-বিবাদী উভয়পক্ষের সওয়াল জবাব শুনে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে। কিন্তু চাকরি যখন রয়েছে, বেতন বন্ধ করা যাবে না। ২০২০ সালের ৬ জানুয়ারির আগে যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী হিসেবে নিযুক্ত, তাদের বেতন দিতেই হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে প্রায় তিনশো শিক্ষক-অশিক্ষক কর্মীর বেতন পাওয়া আপাতত নিশ্চিত হল। 
  • Link to this news (বর্তমান)