• সাড়ম্বরে পালিত রবীন্দ্র জয়ন্তী
    বর্তমান | ১০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদাদতা: রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকবিকে স্মরণ করা হয়। কলকাতার জোড়াসাঁকো থেকে কবির কর্মক্ষেত্র শান্তিনিকেতন— বহু মানুষ হাজির হয়েছিলেন কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতে। 

    শান্তিনিকেতন কর্মী মণ্ডলী আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক সকলেই যথাযথ মর্যাদায় কবিগুরুকে শ্রদ্ধা জানান।  ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণ থেকে বৈতালিক আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় পাঠভবন সংলগ্ন মাধবীবিতানে। আবার এদিন সকাল থেকেই জোড়াসাঁকোয় ভিড় করেছিলেন অসংখ্য রবীন্দ্র অনুরাগী। নাচে-গানে দিনটি পালিত হয়। জোড়াসাঁকোয় গিয়ে কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী শশী পাঁজা, মালা রায় ও দেবাশিস কুমার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মাল্যদান করেন। এছাড়া, বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। বনগাঁ ত্রিকোণ পার্কে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে কবিকে শ্রদ্ধা জানানো হয়। দক্ষিণ ২৪ পরগনায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল রবীন্দ্র জয়ন্তী।  গোসাবায় বেকন বাংলো চত্বরেও দু’টি অনুষ্ঠান হয়।  মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে শুক্রবার দিনভর হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উলুবেড়িয়া পুরসভার উদ্যেগে পুরসভা প্রাঙ্গণে আয়োজিত হয় কবি প্রণাম। কবিকে শ্রদ্ধা জানান মন্ত্রী পুলক রায়। আমতায় কবিগুরুকে শ্রদ্ধা জানান বিধায়ক সুকান্ত পাল। হুগলি জেলার একাধিক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত হয় কবিপ্রণাম। কল্যাণী নাগরিক কমিটির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। বারাকপুরের সুকান্ত সদনে ১৬৪ কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে কবিকে শ্রদ্ধা জানানো হয়।
  • Link to this news (বর্তমান)