• পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
    বর্তমান | ১০ মে ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে, নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটিঘাট এলাকায়। মৃত যুবকের নাম বুদ্ধেশ্বর ময়রা (৩৫)। বাড়ি মথুরাপুরের দু’নম্বর ব্লকের খাঁড়ি অঞ্চলে। তিনি সুন্দরবন পুলিস জেলার রায়দিঘি থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুদ্ধেশ্বর বাইক চালিয়ে বকখালি থেকে বাড়িতে ফিরছিলেন। জেটিঘাটের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্বারিকনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুদ্ধেশ্বরের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এমনকী প্রায় দেড় মাস ধরে মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এদিন সন্ধ্যায় জোরকরে বাইকের চাবি নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরছেন বলে তিনি মাকে ফোনে জানিয়ে ছিলেন। কিন্তু তার দশ মিনিট পরই বাড়িতে দুর্ঘটনার খবর আসে। পরিবারের অনুমান, হয়তো অসুস্থতার কারণে তিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনা ঘটেছে। 
  • Link to this news (বর্তমান)