• পাসপোর্টের আবেদনের সঙ্গে ভুয়ো জন্ম শংসাপত্র, গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ১০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মের ভুয়ো শংসাপত্র জমা দিয়ে পাসপোর্টের আবেদনের অভিযোগ উঠল। আরপিও’র অভিযোগের ভিত্তিতে একবালপুর এলাকা থেকে আব্দুল ওয়াসিদ নামে এক যুবককে শুক্রবার গ্রেপ্তার করল কলকাতা পুলিসের সিকিউরিটি কন্ট্রোল। পুলিস সূত্রে জানা গিয়েছে, আব্দুলের কাছে জন্ম শংসাপত্র ছিল না। পাসপোর্টের জন্য সে এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে তাকে বলা হয় বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে ১০-১৫ হাজার টাকা লাগবে। তাদের কথামতো আব্দুল প্রথমে দশ হাজার টাকা দেয়। এরপর জাল বার্থ সার্টিফিকেট হাতে পাওয়ার পর তা দিয়ে আবেদন করে পাসপোর্টের। সেখানে লেখা ছিল হাওড়ার বাসুদেবপুর এলাকার একটি পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ওই শংসাপত্র দেখে সন্দেহ হয় রিজিওনাল পাসপোর্ট অফিসের অফিসারদের। তাঁরা নথি যাচাইয়ের জন্য সেটি পাঠিয়ে দেয় সিকিউরিটি কন্ট্রোলকে। জন্মের শংসাপত্র আসল কি না, জানতে ওই সার্টিফিকেট পাঠানো হয় সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে। তারা যাচাই করে জানায়, এই সার্টিফিকেট তারা ইস্যু করেনি। এরপর সিকিউরিটি কন্ট্রোলের তরফে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করা হয় আব্দুলকে। কোন দালালের মাধ্যমে সে এই সার্টিফিকেট পেয়েছে, ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)