• 'পাকিস্তান জিন্দাবাদ লিখে ফেসবুকে পোস্ট', মুম্বইয়ে গ্রেফতার কাটোয়ার যুবক!
    ২৪ ঘন্টা | ১০ মে ২০২৫
  • সন্দীপ ঘোষ চৌধুরী: "পাকিস্তান জিন্দাবাদ" লিখে ফেসবুকে পোস্ট (Pakistan Zindabad facebook post) করার দায়ে মুম্বইয়ে গ্রেফতার কাটোয়ার যুবক। যুবকের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবক দাঁইহাট পাইকপাড়ার বাসিন্দা হলেও বর্তমানে মুম্বইয়ে কর্মরত ছিলেন। অভিযোগের ভিত্তিতে মুম্বইতেই গ্রেফতার অভিযুক্ত যুবক (Katwa youth arrest)। ধৃতের নাম শরিফ সেখ। ধৃত যুবককে মুম্বই পুলিসের হেফাজত থেকে ট্রানজিট রিমান্ডে কাটোয়া আনতে মুম্বই রওনা দিয়েছে কাটোয়া থানার পুলিস।

    বিতর্কিত ফেসবুক পোস্ট, গ্রেফতার

    পাকিস্তান সেনাবাহিনীর গাড়ির নানা ভিডিয়ো পোস্ট সহ উসকানিমূলক মন্তব্য করায় দাঁইহাট শহরে শোরগোল পড়ে যায়। "পাকিস্তান জিন্দাবাদ" ও "ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ" লিখে ফেসবুকে পোস্ট করে অভিযুক্ত যুবক শরিফ সেখ। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার রাতেই দাঁইহাট পুলিস ফাঁড়ির সামনে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তারপর কাটোয়া থানার আইসি ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে গ্রেফতারের আশ্বাস দেন। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে কাটোয়া পুলিস অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বিএনএস (BNS) ১৪৭/১৫২/২৯৯ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

    স্থানীয় সূত্রেই জানা যায় যে শরিফ সেখ নামে ওই যুবক কাজের সূত্রে মুম্বইয়ে থাকে। সেখান থেকেই ফেসবুকে এই পোস্ট করেছিল। পোস্ট দেখার পর বৃহস্পতিবার রাতে এলাকাবাসীরা প্রথমে তার বাড়ি যায়। পরে দাঁইহাট ফাঁড়ির সামনে গিয়ে গ্রেফতারের দাবি জানায়। তারপরই গ্রেফতার। 

  • Link to this news (২৪ ঘন্টা)