রোহিত শর্মার পর কি এ বার বিরাট কোহলি? টেস্ট ক্রিকেট থেকে এ বার বিরাট কোহলিও অবসর নিতে চলেছেন বলে জোর জল্পনা। ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে কি অবসর নেবেন বিরাট? দেশজুড়ে রটেছে, তিনি অবসর নিতে চলেছেন।
যুদ্ধের আবহে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। ফের কবে শুরু হবে আইপিএল সেই নিয়ে চলছে নানা জল্পনা।
শুক্রবার থেকেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে কলকাতার পারদ। এ দিনই পারদ গিয়ে পৌঁছেছে ৩৮.৬ ডিগ্রিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ও গরম হাওয়া বইতে পারে। আরও কিছু দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম থাকতে পারে বলে জানা গিয়েছে।