• সীমান্তে উত্তেজনার মধ্যেই গ্রামের ছেলে যাচ্ছে 'অগ্নিবীর' হতে, ফুল মালায় শুভেচ্ছা সকলের...
    আজকাল | ১০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে চূড়ান্ত উত্তেজনার মাঝেই ভারতীয় সেনার 'অগ্নিবীর'-এ যোগ দিতে যাচ্ছেন উত্তরবঙ্গের ময়নাগুড়ির সাতভেন্ডির তরুণ মনোরঞ্জন রায়। গর্বিত গ্রামবাসী তাঁর যাওয়ার দিনে মালা পরিয়ে ও ফুল উপহার দিয়ে জানাল শুভেচ্ছা। 

    তরুণ মনোরঞ্জনের ছেলেবেলা থেকেই স্বপ্ন ছিল সেনায় যোগ দেওয়ার। তাঁর বাবা বাবলু রায় পেশায় একজন কৃষক। প্রত্যন্ত গ্রাম থেকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ছেলের এই স্বপ্ন সফল হওয়ার পর তিনিও খুশি। গোপন না করেই জানিয়েছেন, এটা তাঁর কাছে একটা গর্বের দিন। আপাতত মনোরঞ্জন যাবেন বেঙ্গালুরুতে। সেখানে যোগদান এবং তারপর প্রশিক্ষণের পর নিজেকে দেশের সেবায় নিয়োজিত করবেন। 

    বর্তমানে এই উত্তেজনার মধ্যেও মনোরঞ্জনের এই সাফল্যে একদিকে যেমন খুশি তাঁর পরিবার তেমনি খুশি তাঁর গ্রামের লোক। গোটা গ্রাম তাঁর যাওয়ার দিন জড়ো হয়েছিল তাঁদের বাড়িতে। কারুর হাতে ফুল আবার কারুর হাতে মালা। কেউ বা এনেছেন পথে খাওয়ার জন্য মিষ্টি। সকলকে প্রণাম করে রওনা দিলেন মনোরঞ্জন। সঙ্গে একরাশ শুভেচ্ছা।
  • Link to this news (আজকাল)