ভারত-পাকিস্তান তীব্র সংঘাতের মাঝে এবার নদিয়ার এক BSF জওয়ানের বাড়িতে পড়ল হুমকি চিঠি। শান্তিপুর থানা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ বর্তমানে ত্রিপুরায় পোস্টেড। স্ত্রী সুপর্ণা নাগ, দুই সন্তানকে নিয়ে থাকেন শান্তিপুরের বাড়িতে। শুক্রবার সকালে বাড়ির উঠোন ঝাঁট দিতে গিয়ে একটি কাগজ পড়ে থাকতে দেখেন সুপর্ণা। তাঁর দাবি, ওই কাগজে হুমকির সুরে লেখা রয়েছে, 'পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে। বউ বাড়িতে একা আছে।' এই হুমকি চিঠি পাওয়ার পর থেকে আতঙ্কে ভুগছেন ওই জওয়ানের স্ত্রী। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। সেখানেই বর্তমানে কর্মরত BSF জওয়ান বিশ্বজিৎ নাগ। এবার ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে তাঁর বাড়িতে এই ধরনের হুমকি চিঠি পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। স্ত্রী সুপর্ণা নাগ বলেন, 'কে বা কারা এমনটা করল বুঝতেই পারছি না। সন্তানদের নিয়ে আমি বাড়িতে একাই থাকি। বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে এই হুমকি চিঠি নিয়ে আমরা আতঙ্কিত। আমার স্বামী সীমান্তে কর্মরত। তিনিও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।' BSF জওয়ানের দাদা কাজল নাগের দাবি, 'ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন। আমরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক।' বাংলাদেশিদের চরম ভারত বিদ্বেষ থেকেই এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছে বিশ্বজিৎ নাগের পরিবার।
BSF জওয়ানের পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনার নিন্দা করে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, 'শুধু মাত্র এই ঘটনা নয়, গোটা বেশ জুড়ে ভারত বিরোধীরা ছড়িয়ে রয়েছে। অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।'