অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি। গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গেও (North Bengal)তাপপ্রবাহের পরিস্থিতি নীচের তিন জেলায়। উত্তরবঙ্গের ওপরের দিকে ভারী বৃষ্টিরও সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি উইকন্ডে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহের মাঝে।
আপডেট
আগাম বর্ষার বার্তা মৌসম ভবনের। নির্ধারিত দিনের নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ মে। গত বছর তিন দিন আগে উনিশে মে অন সেট হয়েছিল। এবার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে।
সিস্টেম
রাজস্থান মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে ঘূর্ণাবর্তের ত্রিফলা। আসাম ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। নিম্নচাপ অক্ষরেখার দাপট। অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তর প্রদেশ থেকে কর্নাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। আরও একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে গাল্ফ অফ ম্যানার পর্যন্ত বিস্তৃত। এটি তামিলনাড়ু ও রায়ালসীমার ওপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে। আরো ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত গরমে অস্বস্তিকর আবহাওয়া। তাপপ্রবাহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি থাকবে।
তাপপ্রবাহের পরিস্থিতিতেই রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যে এক পশলা দু এক জায়গায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।
উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস আরো বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। তাপপ্রবাহের পরিস্থিতি তিন জেলায়। রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবারেও তাপপ্রবাহ চলবে মালদা তে। গরম ও অস্বস্তি থাকবে বাকি জেলায়।
উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
রবিবার ও সোমবার ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। শনিবার দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে এবং রবিবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে।
কলকাতা
গরমে চরম অস্বস্তি। তাপমাত্রার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর আবহাওয়া। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে মঙ্গলবার পর্যন্ত। শহরে বৃষ্টির সম্ভাবনা কম।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯২ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মেঘালয়, মণিপুর এলাকায়। তাপপ্রবাহের সতর্কবার্তা বাংলা, বিহার, ওড়িশা, সিকিম। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আসাম, মেঘালয়, ঝাড়খন্ড, বাংলা, ওড়িশা, কেরালা, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি রাজ্যে।