• মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে তাপপ্রবাহের পূর্বাভাস, বাদ নেই উত্তরবঙ্গও, বৃষ্টি কবে?
    প্রতিদিন | ১০ মে ২০২৫
  • নিরুফা খাতুন: কিছুদিন ঝড়বৃষ্টিতে রাজ্যে তাপমাত্রা কিছুটা কমেছিল। তা মিটতেই ফের খেল দেখাতে শুরু করেছে গরম। দিন বাড়তেই নাজেহাল দশা আমজনতার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ থেকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। নিচের জেলাগুলিও সূর্যের তাপে পুড়বে। উপরের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস।

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পূর্বাভাস। আলাদা করে রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি।

    তবে শুধুই তাপপ্রবাহের সতর্কতা নয়। কিছুটা স্বস্তির খবরও দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস এই তাপপ্রবাহের মধ্যেও রবিবার দক্ষিণের আট জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গলবার ছ’টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    এদিকে শনিবার কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়লে গরমে হাঁসফাঁস বাড়বে। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে মঙ্গলবার পর্যন্ত। শহরে বৃষ্টির সম্ভাবনা কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি।

    শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তববঙ্গের নিচের জেলাগুলিতেও একই অবস্থা থাকবে। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তিন জেলায়। রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবারেও তাপপ্রবাহ চলবে মালদহে। গরম ও অস্বস্তি থাকবে বাকি জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার এই দুই জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা। শনিবার দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় এবং রবিবার দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)