• মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বর্ধমান বাজারে টাস্ক ফোর্স
    এই সময় | ১০ মে ২০২৫
  • পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহে কালোবাজারি রুখতে নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিসের দাম নাগালের বাইরে যাতে চলে না যায়, তা নিশ্চিত করতে টাস্ক ফোর্সকে নজর রাখতে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবার সকালে বর্ধমানের বিভিন্ন বাজার ঘুরে দেখল টাস্ক ফোর্স

    রাজ্য সরকারের টাক্স ফোর্সের সদস্যরা শনিবার প্রথমেই হানা দেন বর্ধমানের স্টেশন বাজারে। সেখানে অভিযান চালানোর পর তাঁরা তেঁতুলতলা বাজার ও রথতলা বাজারও ঘুরে দেখেন। তবে এই মুহূর্তে বর্ধমান শহর-সহ গোটা জেলার বাজারে সব্জির দাম বাড়েনি। মরশুমি বিভিন্ন সব্জির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। বর্ধমানের একটি বাজারের এক ডিম বিক্রেতা জানান, এখনও পর্যন্ত ডিমের দামে তেমন পরিবর্তন হয়নি। সাড়ে পাঁচ টাকা থেকে ছয় টাকার মধ্যেই ডিম পাওয়া যাচ্ছে।

    শনিবার অভিযানের পর টাক্স ফোর্সের সদস্য বিভাস পাল জানান, জেলা প্রশাসনের নির্দেশ পেয়ে তাঁরা এই অভিযান চালিয়েছেন। বর্ধমানের বাজারগুলো ঘুরে তাঁরা বিভিন্ন সব্জির দাম যাচাই করে দেখেছেন। তবে বাজারে প্রায় সব সব্জির দাম এখনও বাড়েনি বলে জানিয়েছেন টাক্স ফোর্সের সদস্যরা। কিন্তু এর পর যাতে সব্জির দাম মাত্রাতিরিক্তভাবে বেড়ে না যায়, তা নজর রাখা হবে বলে জানিয়েছেন তাঁরা।

    বৃহস্পতিবার নবান্ন থেকে বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখান থেকেই কালোবাজারি বন্ধ করতে টাস্ক ফোর্সকে নিয়মিত বিভিন্ন বাজারে নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনে সারপ্রাইজ ভিজ়িটেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)