• দিনহাটার সীমান্তে বিধিনিষেধ, ঘড়ি ধরে বাজারহাট খোলা, নির্দিষ্ট সময়ের পর বেরোনো যাবে না...
    এই সময় | ১০ মে ২০২৫
  • সীমান্তে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে কোচবিহারের দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এলাকা জুড়ে কারফিউ জারি করল প্রশাসন। দিনহাটার মহকুমা শাসক এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। শনিবার এই নির্দেশিকা সামনে এসেছে। তবে বিজ্ঞপ্তি জারির তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ৩০ এপ্রিলের।

    দিনহাটা মহকুমার মধ্যে রয়েছে গীতালদহ, বামনহাট, সাহেবগঞ্জের মতো এলাকা। একেবারে সীমান্তের ধার ঘেঁষা এই সব এলাকা। এই মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি চলছে। এই আবহে সাধারণ মানুষের নিরাপত্তায় কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই এই নির্দেশিকা পালন না করলে, আইনানুগ পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।

    নির্দেশিকায় বলা হয়েছে, সীমান্ত থেকে ভারতের দিকে ১ কিলোমিটার পর্যন্ত এলাকায় আগামী ৩০ জুন পর্যন্ত চলাচলের উপর বিশেষ বিধি নিষেধ থাকছে। অর্থাৎ ৩০ এপ্রিল থেকে ৩০ জুন, ৬০ দিনের জন্য এই নির্দেশিকা কার্যকর থাকবে। বিশেষ করে সীমান্ত এবং সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে রাত ৯টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত চাল, ধান, গম, গমের তৈরি জিনিস, কেরোসিন তেল, চিনি, সর্ষের তেল, নারকেল তেল, লোহা, স্টিল, বিড়ি পাতা, শিশুখাদ্য, লবন, চা, টায়ার-টিউব, ড্রাই ব্যাটারি, পেট্রোল, ডিজ়েল, কাঁচা পাট, ডাল, সিমেন্ট নিয়ে যাতায়াত করা যাবে না। নেওয়া যাবে না সিমেন্টও।

    সীমান্তের ১ কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাটবাজার ও দোকান রয়েছে, সেগুলি রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তের ৫০০ মিটারের মধ্যে গোরু নিয়ে যাতায়াত করা যাবে না।

    দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, ‘এসডিও অফিস থেকে নির্দেশ জারি করা হয়েছে। আমার কাছে যে নোটিস এসেছে, তাতে লেখা রয়েছে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় বিএনএস-র ১৬৩ (আগে যা ছিল ১৪৪ ধারা) জারি হয়েছে।’

    উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কথায়, ‘দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার যা যা পদক্ষেপ করবে, সকলের তা মানা উচিত। সেই নির্দেশ কেন্দ্রের সরকারের হোক বা রাজ্য সরকারের। যে-ই এই নোটিস দিক না কেন, এগুলো আমাদের মেনে নিতেই হবে। কারণ দেশের স্বার্থে এটা করা।’

    রিপোর্ট: চাঁদ বড়াল

  • Link to this news (এই সময়)