• বিষাক্ত সাপের কামড়, হাসপাতালে না গিয়ে মোবাইল ফোনে গেম খেলে গেল কিশোর, শেষপর্যন্ত?...
    আজকাল | ১০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত। সাপে কামড়েছে সে কথাই ভুলে গেল এক কিশোর। তার ফলে সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হল বছর তেরোর ওই কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার বাবলাবোনা গ্রামে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাবলাবোনা গ্রামের বাসিন্দা মোমিন শেখ আরও ৪–৫ জন বন্ধুর সঙ্গে গ্রামেরই একটি রাস্তার পাশে কলা গাছের নিচে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। গ্রামবাসীরা জানান, মোমিন এবং তার বন্ধুরা মোবাইল ফোনে গেমের প্রতি এতটাই আসক্ত যে ঝোপ থেকে বার হয়ে মোমিনের পায়ে একটি বিষধর সাপ কামড়েছে তা কেউ খেয়াল করেনি। 

    স্থানীয় এক গ্রামবাসী বলেন, বিষধর সাপ কামড়ে চলে যাওয়ার পর মোমিন নিজেও কিছু বুঝতে পারেনি। কিছুক্ষণ কামড়ের জায়গায় হাত বুলিয়ে সে আবার গেম খেলতে শুরু করে। এইভাবে প্রায় ৪–৫ ঘন্টা একই জায়গায় বসে গেম খেলার পর হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করে মোমিন। 

    আল্লারাখা শেখ নামে মৃতের এক আত্মীয় বলেন, ‘‌গ্রামের রাস্তার পাশে কলা গাছের তলায় বসে মোবাইল গেম খেলতে শুরু করার প্রায় ৪–৫ ঘন্টা পর মোমিন অসুস্থ বোধ করতে শুরু করার পর দৌড়ে বাড়ি চলে আসে। বলে তার পায়ে অসহ্য জ্বালা করছে। এর কিছুক্ষণের মধ্যে সংজ্ঞা হারায় মোমিন এবং তার মুখ দিয়ে সাদা ফেনা বার হতে শুরু করে।’‌

    স্থানীয় গ্রামবাসীরা অচৈতন্য অবস্থায় ওই কিশোরকে রানীনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    মৃতের পরিবারের এক সদস্য বলেন, মোমিনের বাবা মনিরুল শেখ সহ পরিবারের বেশিরভাগ সদস্যই কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। পরিবারের সদস্যরা মোমিন গুরুতর ‘‌অসুস্থ’‌ হয়ে পড়েছেন এই খবর পেয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

     
  • Link to this news (আজকাল)