জাফরাবাদে বাবা ও ছেলে খুনের রহস্য অবশেষে প্রকাশ্যে, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত ...
আজকাল | ১০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে এক অভিযুক্তকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তির পুলিশি হেফাজতের আবেদন করে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।’
প্রসঙ্গত, সম্প্রতি একটি আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদে সুতি এবং সামশেরগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। সেই সময় সামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে প্রকাশ্য দিবালোকে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে।
রাজ্য পুলিশের শীর্ষস্তরের নির্দেশে ইতিমধ্যে সুতি এবং সামশেরগঞ্জের হিংসার ঘটনার তদন্তের জন্য দশ সদস্যের একটি ‘সিট’ গঠন করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ দল, ‘সিট’ এবং রাজ্য পুলিশের এসটিএফ–এর সদস্যরা এর আগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাবা ও ছেলে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট ন’জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবারের গ্রেপ্তারি ধরে জোড়া এই খুনের ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, ‘জাফরাবাদে বাবা ও ছেলেকে খুন করার পর হজরত ঝাড়খণ্ডের পাকুড়ের একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতে সেখানেই অভিযান চালায় সামশেরগঞ্জ থানার একটি বিশেষ দল।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হজরত স্বীকার করে নিয়েছে জাফরাবাদে খুন হওয়া বাবা এবং ছেলের সঙ্গে তার বিবাদ চলছিল। এলাকায় গোলমালের সুযোগ নিয়ে হজরত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বাবা ও ছেলেকে খুন করে।
জঙ্গিপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলের খুনের ঘটনায় জড়িত কমপক্ষে আরও দু’জন অভিযুক্তের সন্ধান এখনও পাওয়া যায়নি। ‘সিট’ এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা ওই দুই অভিযুক্তের সন্ধানে এখনও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন।