• নেশা মুক্তি কেন্দ্র তরুণীর রহস্য মৃত্যু, হোমিওপ্যাথি চিকিৎসক দিয়ে ডেথ-সার্টিফিকেট লেখানোর চেষ্টায় তুলকালাম...
    আজকাল | ১০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরপাড়ার ২১ নম্বর ওয়ার্ড মাখলা এলাকায় সাহেব বাগানে একটি নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। সেখানে শনিবার এক তরুনীর মৃত্যু হয়। মৃতের নাম শালোনি রানা(১৯), বাড়ি কলকাতার ট্যাংরা এলাকায়।

    শালোনি রানাকে এক বছর আগে সাহেব বাগানের ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।

    পরিবারের অভিযোগ, এ দিন ফোন করে বলা হয় মেয়ে খেতে গিয়ে গলায় খাবার আটকে মারা গিয়েছেন। পুলিশকে না জানিয়ে হোমিওপাথি চিকিৎসক ডেকে মৃত্যু সংসাপত্র বার করা হচ্ছিল। জানতে পেরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপরেই পুলিশ ঘটনাস্থলে যায়। জানিয়ে দেয় তরুণীর দেহ ময়না তদন্ত করা হবে।

    এই বিষয় উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, যে কোনও অস্বাভাবিক মৃত্যু প্রশাসনিক নিয়ম মত ময়না তদন্ত হবে। আর পুরসভা কোনও নেশা মুক্তি কেন্দ্রকে অনুমতি দেয়নি। আগামী দিনে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)