তাপপ্রবাহের মধ্যে রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, হাতে সময় মাত্র ২-৩ ঘণ্টা...
আজকাল | ১০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহের পরিস্থিতি বাংলা জুড়ে। এর মধ্যেই একাধিক জেলায় দুর্যোগের ঘনঘটা। আর কিছুক্ষণের মধ্যেই বাংলার একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। সঙ্গী হবে ঘনঘন বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া। যার জেরে আগাম সতর্কতা জারি করল হাওয়া অফিস।
মৌসম ভবন জানিয়েছে, আজ, শনিবার বিকেলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দু'-তিন ঘণ্টার মধ্যেই কালো হয়ে আসবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই দুই জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও। জারি রয়েছে হলুদ সর্তকতা। রবিবারেও উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে আগামী সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সোমবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপপ্রবাহের মাঝেই আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র গরম ও তাপপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহে ফের আবহাওয়ার রূপবদল হবে। টানা কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।