• ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি: কলকাতা বিমানবন্দর সংলগ্ন হাসপাতালের ছাদে রেডক্রস আঁকার সিদ্ধান্ত
    বর্তমান | ১০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে বিমান হামলার আশঙ্কায় হাসপাতালের ছাদে আঁকা হবে রেডক্রস। পাশাপাশি গতকাল অর্থাৎ ৯ই মে সন্ধ্যা থেকে কলকাতা বিমানবন্দরেও জারি হয়েছে হাই অ্যালার্ট। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া এই পরিস্থিতিতে যারা ছুটিতে রয়েছেন তাঁদেরও অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে। গতকাল, শুক্রবার সন্ধ্যাতেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সুরক্ষায় সিআইএসএফ জওয়ানদের সতর্ক থাকতেও বলা হয়েছে। বিমানবন্দরের ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। সেখানে ভর্তি থাকা রোগীদের সুরক্ষার জন্য হাসপাতালের ছাদে রেড ক্রস আঁকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রেড ক্রস আঁকবেন স্বাস্থ্যকর্মী ও পুলিস আধিকারিকরা। 
  • Link to this news (বর্তমান)