• দিল্লিতে বৃষ্টি, আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? জানুন
    বর্তমান | ১০ মে ২০২৫
  • কলকাতা: শনিবার সকালে রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ফলে গরমের হাত থেকে মিলেছে রেহাই। এদিকে, তীব্র দাবদাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ক্রমশ চড়ছে পারদ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা আম আদমির। বেলা বাড়তেই শহরের রাস্তাঘাট শুনসান। বাজারেও ভিড় কম। তার মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ায় গলদঘর্ম অবস্থা সবার। আপাতত শহরবাসীর জন্য স্বস্তির কোনও সুখবর জানাতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায়  শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং গরম এবং আর্দ্র আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা।

    আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ।
  • Link to this news (বর্তমান)