বারাসত: শনিবার সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। আজ, শনিবার সকাল ১০টা নাগাদ হাসপাতালের ন্যায্যমূল্যের ওষুধের দোকানের ঠিক উল্টো দিকে থাকা এআরটি বিভাগের উপরতলায় আগুনের লেলিহান শিখা দেখা দেয়। সেই সঙ্গে সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তা দেখে হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছোয় বারাসত থানার পুলিস ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এআরটি বিভাগের উপরের ঘরে পুরানো কিছু কাগজ ছিল। সেখানে বিদ্যুৎ সংযোগের তার থেকেই শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। তদন্ত শুরু হয়েছে।