• ঝোপের মধ্যে উদ্ধার বিজেপি নেতার মায়ের দেহ, চাঞ্চল্য মালবাজারে
    প্রতিদিন | ১০ মে ২০২৫
  • অরূপ বসাক, মালবাজার: দুপুর থেকে নিখোঁজ ছিলেন বিজেপি পঞ্চায়েত সদস্যের মা। পরে রাতে এলাকারই একটি ঝোপ থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতার নাম গোলাপি রায় (৪৮)। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার দুপুরে বিয়েবাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনা জানাজানি হতেই নেওড়া স্টেশনপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাঁর ছেলে বিশাল রায় ওই এলাকার পঞ্চায়েত সদস্য। তিনি অনুষ্ঠান বাড়িতে খোঁজ করে জানতে পারেন, তাঁর মা সেখানে যাননি। এরপরই সন্দেহ বাড়ে। রাতেই এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়।

    নেওড়া স্টেশনের কাছে একটি ঝোপের মধ্যে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মহিলার গলায় তাঁর পরনের শাড়িই প্যাঁচানো ছিল। শরীরের একাধিক জায়গায় রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মৃতদেহের পাশে একটি লাঠিও পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, ওই মহিলাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
  • Link to this news (প্রতিদিন)