ফাঁকা মাঠে বধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক-সহ ৪
প্রতিদিন | ১০ মে ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফাঁকা মাঠে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার তাঁর প্রাক্তন প্রেমিক-সহ চার অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায়। ধৃতদের আজ শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, বিয়ের আগে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণ গাইন নামে এক যুবকের। অভিযোগ, বিয়ের পরও মাঝেমধ্যে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। ঘটনাটি ঘটে গত ৬ মে। কোনও কারণে ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিল তরুণ। ওই গৃহবধূ সেখানে গিয়ে দেখেন কেবল তরুণ নয়, অভিজিৎ পাল, রাজা সাহা ও তপব্রত ঢালি নামে আরও তিন যুবক সেখানে আছে। তারা সম্পর্কে তরুণের বন্ধু বলে খবর। অভিযোগ, কথা বলার অছিলায় স্বরূপনগরের একটি ফাঁকা মাঠে ওই বধূকে নিয়ে যাওয়া হয়েছিল।
অভিযোগ, সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর তিনি বাড়ি ফিরে এসে মুখবন্ধই রেখেছিলেন। পরে পরিবারের লোকজনদের বিষয়টি জানানো হয়। ঘটনার কথা জানার পর গতকাল শুক্রবার রাতে নির্যাতিতার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত নামে পুলিশ। চার অভিযুক্তকেই রাতে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরার আবেদন করা হবে বলে জানা গিয়েছে।