১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুববকে গণপিটুনি দিয়ে তাঁর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা লাগোয়া বিধাননগর এলাকায়।
সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ওই নাবালিকা সপ্তম শ্রেণির ছাত্রী। দাবি করা হচ্ছে, বিকেলে এলাকার আরও কয়েকটি বাচ্চার সঙ্গে মাঠে খেলতে যাচ্ছিল সে। সেই সময়েই নাকি এক যুবকের সঙ্গে আলাপ হয় তার। সেই যুবক পাশের পাড়ার বাসিন্দা বলে নিজের পরিচয় দেন। এরপর মেয়েটি নাকি বন্ধুদের সঙ্গে মাঠে যাওয়ার ওই যুবকের বাইকে উঠে পড়ে! অভিযোগ, ওই যুবক ১৩ বছরের ওই কিশোরীকে খেলার মাঠে নিয়ে যাননি। বদলে তিনি মেয়েটিকে নিয়ে অন্যত্র চলে যান।
পরবর্তীতে মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় কোনও একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। এলাকার বাসিন্দারাই তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন। এরপর ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সরব হন এলাকাবাসী। তাঁরা কোনওভাবে সেই যুবকের বাড়ির ঠিকানা জোগাড় করেন এবং তাঁর বাড়িতে গিয়ে চড়াও হন।
অভিযোগ, এরপর ওই যুবককে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি এবং বিমানবন্দর থানার পুলিশ। তারা মারমুখী জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
শেষ পাওয়া খবর অনুসারে, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।