সল্টলেক সেক্টর ফাইভে তৈরি হবে আরও একটি দোতলা পার্কিং প্লাজা, বরাদ্দ ১ একর জমি
হিন্দুস্তান টাইমস | ১০ মে ২০২৫
সল্টলেক সেক্টর ফাইভের রাস্তায় যান চলাচলের গতি বাড়াতে উদ্যোগী হল সংশ্লিষ্ট প্রশাসন। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে, এই অফিসপাড়ায় গাড়ির গতি মন্থর হওয়ার এবং দিন ও রাতের ব্যস্ত সময়গুলিতে যানজট হওয়ার প্রধান কারণ হল পার্কিং সংমস্যা। এখানকার অফিস বিল্ডিংগুলির সামনে অজস্র বাইক, স্কুটার, চারচাকা গাড়ি পার্ক করে রাখা হয়। ফলে রাস্তার প্রস্থ ক্রমশ সঙ্কীর্ণ হয়ে পড়ে।
এই সঙ্কীর্ণ পথ ধরে যান চলাচল করাতে গিয়ে রীতিমতো নাভিঃশ্বাস উঠে যায় ট্রাফিক পুলিশের। উপরন্তু, কোনও বিপদ ঘটলে আপৎকালীন পরিষেবা পৌঁছতে অনেক বেশি সময় লেগে যায়। যেমন সম্প্রতি এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে দমকলকর্মীদের বিপাকে পড়তে হয়।
এই প্রেক্ষাপটে এবার সল্টলেক সেক্টর ফাইভে আরও একটি দোতলা পার্কিং প্লাজা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে রাস্তায় পার্ক করে রাখা গাড়ির সংখ্যায় রাশ টানা সম্ভব হয়।
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে, সল্টলেক সেক্টর ফাইভের সিপি ব্লকে এই নয়া পার্কিং প্লাজাটি নির্মাণ করা হবে। সেখানে একসঙ্গে সর্বাধিক ৭০০ গাড়ি পার্ক করে রাখা সম্ভব হবে। এটির নির্মাণকাজ সম্পূর্ণ করতে প্রায় দেড় বছর সময় লাগবে। জানা গিয়েছে, ইতিমধ্য়েই এই কাজের জন্য নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কর্তৃপক্ষকে ১ একর জমি দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, সল্টলেক সেক্টর ফাইভে এমন আরও একটি পার্কিং প্লাজা রয়েছে। এবার সেই সংখ্যা বাড়তে চলেছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সল্টলেকের এই অফিসেপাড়ায় ২৩০টি বাণিজ্যিক বহুতল রয়েছে। সব মিলিয়ে সেখানে অফিসের সংখ্যা প্রায় ২,০০০। এছাড়াও রয়েছে একাধিক শপিং মল, রেস্তোরাঁ, স্কুল, মল্টিপ্লেক্স প্রভৃতি। প্রতিদিন এই এলাকায় প্রায় ২,৫০০ গাড়ি চলাচল করে। রাস্তার দু'পাশে পার্কিংয়ের কারণে ব্যস্ত সময়গুলিতে ব্যাপক যানজট তৈরি হয়। সামান্য রাস্তা পেরোতেই দীর্ঘ সময় লেগে যায়। নতুন পার্কিং প্লাজা চালু হয়ে গেলে, সেই ভোগান্তি কিছুটা হলেও কমবে।