ভারত-পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে ভারতের প্রতিটি রাজ্যকেই সতর্ক থাকতে বলা হয়েছে। দেশের প্রায় সব বিমানবন্দরেই হাই অ্যালার্ট জারি হয়েছে। কড়া নিরাপত্তা রেলপথেও। এ বার সতর্কতা বাড়াচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)-কে হাই অ্যালার্টে রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর ভাবে কার্যকর করতে বলা হয়েছে।
শিয়ালদহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুয়েলিং পয়েন্ট-সহ স্টেশনগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত ডগ স্কোয়াড স্টেশন ও ট্রেনে তল্লাশি চালাচ্ছে। স্টেশন, লেভেল ক্রসিংয়ের গেটগুলিতেও আরপিএফ ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
টহলদারি চালানো হচ্ছে রেললাইনেও। যাত্রীদের মালপত্র স্ক্যানার ও হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত ভিড়যুক্ত স্থান যেমন, প্যাসেঞ্জার রিজার্ভেশন কাউন্টার, ক্লোক রুম, ওয়েটিং রুম, টয়লেট, সর্বত্র নজরদারি বাড়ছে।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, আরপিএফ যাত্রীদের নিরাপত্তার অতন্দ্র প্রহরী। যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পরিকল্পিত ভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জনবহুল এলাকায় নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।