• শহিদ রঞ্জিত যাদবের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য, আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস মন্ত্রীর
    এই সময় | ১১ মে ২০২৫
  • মণিপুরের সংঘর্ষে শহিদ রঞ্জিত যাদবের পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। শনিবার রঞ্জিত যাদবের পরিবারকে আর্থিক সাহায্য এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন মন্ত্রী পার্থ ভৌমিক। 

    ২০২৩ সালে মণিপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হন বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব। রঞ্জিতের মৃত্যুর পর থেকেই আর্থিক সমস্যায় রয়েছেন বলে তাঁর পরিবারের দাবি। সম্প্রতি কাশ্মীরে শহিদ হওয়া ঝন্টু আলি শেখের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা করে রাজ্য সরকার। এর পরেই রঞ্জিত যাদবের পরিবারও সরকারি সহায়তার আবেদন জানায় মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনিক কর্তাদের কাছে।

    ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে থাকে রঞ্জিতের পরিবার। এ দিন পার্থ ভৌমিক বলেন, ‘একজন শহিদের পরিবারের যেন কোনও কষ্ট না পায়, সেটা দেখাই সরকারের দায়িত্ব। তবে রাজ্য সরকার সর্বতভাবে ওই পরিবারের পাশে থাকবে। কেন্দ্রীয় সরকার উদাসীন বলেই এই অবস্থা। কেন্দ্র যদি জওয়ানদের পরিবারের উপর নজর রাখত, তা হলে এটা হতো না।’ সংসদের এই আশ্বাসে কিছুটা হলেও যেন আশার আলো দেখছে দেশের জন্য শহীদ হওয়া এক সেনার অসহায় পরিবার।

    যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে অভিযোগ করেন, ‘রঞ্জিত যাদব শহিদ হওয়ার পর দীর্ঘদিন রাজ্য সরকার নীরব ছিল। উত্তরপ্রদেশ সরকার যেখানে শহিদ পরিবারকে ৫০ লক্ষ টাকা অনুদান দেয়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখন চাপের মুখে পড়ে প্রতিক্রিয়া জানাচ্ছে।’

  • Link to this news (এই সময়)