• বন্ধ ঘর থেকে উদ্ধার তিন জনের মৃতদেহ, রহস্যজনক ঘটনা হাওড়ায়
    এই সময় | ১১ মে ২০২৫
  • বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের তিন জনের মৃতদেহ। রহস্যজনক ঘটনা হাওড়া জেলার বাঁকড়ায়। মৃত তিনজনের নাম শুভময় ঘলোই, তাঁর মা শেফালী ঘলোই ও দিদি সঙ্গীতা ঘলোই। আর্থিক সংকটের কারণে তিন জন আত্মহত্যা করেছেন, নাকি তিন জনের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। 

    বাঁকড়ার দক্ষিণ পল্লীর এলাকার বাসিন্দা ছিলেন তিন জন। স্থানীয়দের দাবি, এ দিন দুপুর ১২টার পর থেকেই তিন জনকে বাড়ির বের হতে দেখা যায়নি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কোনও প্রতিবেশী ডেকেও সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয়। এর পরেই বাঁকড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। 

    পুলিশ এসে অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে তিন জনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তিন জনকেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের বক্তব্য, পিডব্লিউডির অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন শুভময় ঘোলোই। তবে ওই পরিবার আর্থিক সমস্যা ও ধার দেনায় ডুবে ছিলেন বলে দাবি স্থানীয়দের। নিত্যদিন বাড়িতে পাওনাদারদের আনাগোনা চলছিল বলেও দাবি।

    আর্থিক চাপেই তিন জন একসঙ্গে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করা হয়েছে বলে প্রাথমিক দাবি পুলিশের। তবে, দেহের ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানিয়েছে পুলিশ। তবে, একই পরিবারের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। 

  • Link to this news (এই সময়)