• খোলা বাজারে সেনার পোশাক বিক্রি, বিশেষ অভিযানে নামল পুলিশ
    আজকাল | ১১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে খোলা বাজারে সেনার পোশাক বিক্রির বিরুদ্ধে অভিযানে নামল রাজ্য পুলিশ। শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে বিশেষ অভিযানে নামল কোতোয়ালি থানার পুলিশ। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনার পোশাকের আদলে যেন কোনও পোশাক বিক্রি না হয় সেবিষয়ে দোকানদারের সতর্ক করা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপন পালের নেতৃত্বে এই অভিযান চলে। 

    জানা গিয়েছে, এই বাজারে যে সমস্ত দোকানে সেনার পোশাকের আদলে পোশাক বিক্রি করা হয় সেই সমস্ত দোকানে গিয়ে বিক্রেতাদের সতর্ক করেছে পুলিশ। পুলিশের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, এই ধরনের পোশাক যেন বিক্রি করা না হয়। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

    এবিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সুরজকুমার ঘোষ বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের যে ইউনিফর্ম আছে সেই পোশাকের আদলে পোশাক, টুপি, বেল্ট, জুতো বা মোজা কিছু কিছু দোকানে বিক্রি হয়। এই ধরনের কোনওকিছু যাতে এখন বিক্রি করা না হয় সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।

    পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের পোশাক ব্যবহার করে দুষ্কৃতী বা অন্য কেউ যাতে কোনও ঘটনা ঘটাতে না পারে সেজন্যই পুলিশের এই অভিযান। যদি এর অন্যথা ঘটে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)