• সমাজমাধ্যমে পাকিস্তানের জয়গান, বারাসত থেকে শ্রীঘরে মুর্শিদাবাদের যুবক ...
    আজকাল | ১১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে পাকিস্তানের জয়গান করায় যুবককে গণধোলাই দিলেন ব্যবসায়ীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক আরাবুল ইসলামের বাড়ি মুর্শিদাবাদে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে মুর্শিদাবাদের বাসিন্দা আরাবুল বারাসতের গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন। বারাসতেই থাকেন। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সংঘর্ষ শুরু হয়েছে। এই আবহে শুক্রবার রাতে আরাবুল সমাজমাধ্যমে পাকিস্তানের জয়গান করে একটি পোস্ট করেন। স্থানীয় ব্যবসায়ীরা তা লক্ষ্য করেন। শনিবার দুপুরে তাঁরা সোনার দোকানে গিয়ে আরাবুলকে সমাজমাধ্যম থেকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন। কিন্তু আরাবুল তাতে রাজি হননি। উল্টে ব্যবসায়ীদের সামনেই পাকিস্তানের পক্ষে সওয়াল করতে থাকেন। তাতে বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা তখন আরাবুলকে মারধর শুরু করেন। এরপর পুলিশকে খবর দেন। 

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা অভিযোগ জানালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বারাসত স্বর্ণ ব্যবসায়ী সমিতির সহকারী সম্পাদক মহাদেব সিংহ বলেন, 'আরাবুল আমাদের এখানে কয়েক মাস হল কাজ করতে এসেছে। ওর বাড়ি মুর্শিদাবাদে। ওর কার্যকলাপ আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। আমরা পুলিশকে তা জানিয়েছি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।'

    পুলিশ আরাবুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সমাজমাধ্যমে কেন পাকিস্তানের পক্ষে জয়গান করলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। ওই যুবকের সঙ্গে নিষিদ্ধ কোনও সংগঠনের যোগাযোগ আছে কিনা, পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে।
  • Link to this news (আজকাল)