• উত্তরপাড়ায় বেপরোয়া বাইক দৌরাত্ম্য, প্রতিবাদ করায় মারধোর,জখম,আটক ৩...
    আজকাল | ১১ মে ২০২৫
  • মিলটন সেন, হুগলি: শুক্রবার রাতে উত্তরপাড়ার রামলাল দত্ত রোডের ঘটনা। গত কয়েকদিন ধরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরে বেশ কিছু বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য লক্ষ করা যাচ্ছিলো। যা নিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।জোরে বাইক চালানোর ফলে দুর্ঘটনা ঘটছে। গতকাল রাতের সেই একই ভাবে বাইক চালানোর প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা। এরপরেই অভিযুক্তরা দল বল নিয়ে এসে মারধর করে। একজনের মাথা ফাটিয়ে দেয়।তৎক্ষণাৎ উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। রাতেই উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসে তিনজনকে আটক করে নিয়ে যায়।

    এলাকার মহিলা থেকে সাধারণ মানুষের দাবী বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য বন্ধ হোক। এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানো হোক সাথে সাথে পুরসভার পুরপ্রধান এর কাছে আবেদন ওই জায়গায় সি সি ক্যামেরা লাগানো হোক।
  • Link to this news (আজকাল)