৪৩ ডিগ্রিতে পুড়ছে কলাইকুন্ডা, ৪০ ডিগ্রি পার ১০ জায়গায়, গরমে হাঁসফাঁস করছে বাংলা...
আজকাল | ১১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মে-র দ্বিতীয় সপ্তাহেই তীব্র গরমের খেলা শুরু! বাংলা ক্রমেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহেই ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল পারদ। একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। বিশেষত দক্ষিণবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে প্রায় অধিকাংশ জেলাতেই।
মৌসম ভবন সূত্রে খবর, আজ, শনিবার দক্ষিণবঙ্গের কলাইকুন্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলার মোট ১০টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। দেখে নিন একনজরে-
কলাইকুন্ডা - ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস
মালদহ - ৪১ ডিগ্রি সেলসিয়াস
সিউরি - ৪০.২ ডিগ্রি সেলসিয়াস
পানাগড় - ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া - ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া - ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস
ব্যারাকপুর - ৪০ ডিগ্রি সেলসিয়াস
দমদম - ৪০.২ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক - ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার - ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস
পাশাপাশি আজ কলকাতা, ক্যানিং, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মগরা, বর্ধমান ও বহরমপুরের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরমের ও কয়েকটি এলাকায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি রয়েছে। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদহে তাপপ্রবাহের হলুদ সর্তকতা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।