• বিদেশিদের ফাঁদে পেলে চলত সাইবার ক্রাইম, খাস কলকাতায় ১৯.৫ লক্ষ টাকা সহ যুবককে গ্রেপ্তার করল পুলিশ...
    আজকাল | ১১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টেকনোসিটি থানার অন্তর্গত বহুতল আবাসন থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত যুবকের নাম বিকাশ কুমার রায় (২৯)। জানা গিয়েছে, শাপুরজি পল্লোনজি সুখবৃষ্টি আবাসনের ১৩০৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন তিনি। সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আবাসন থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই যুবকের ফ্ল্যাটে একাধিক মূল্যবান জিনিস উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, যুবকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ যেখানে যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে প্রতারণার চ্যাট, অ্যামাজন অ্যাকাউন্টে লগইনের প্রমাণ এবং রিমোট এক্সেস সংক্রান্ত ডেটা পাওয়া গেছে। অভিযুক্তের থেকে দুটি মোবাইল ফোনও পাওায়া গেছে। জানা গিয়েছে, ওই যুবক বিদেশে ওই ফোনের মাধ্যমেই ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। এছাড়াও আরও তিনটি মোবাইল ফোনে একাধিক অপরাধের প্রমাণ মিলেছে। উদ্ধার হয়েছে আরও তিনটি মোবাইল ফোন এবং একটি রাউটার।

    পুলিশের প্রাথমিক অনুমান, নিজের অপরাধমূলক কাজের জন্যই এই ফোন ব্যবহার করত ওই যুবক। অভিযুক্তকে জেরা করে বৃহস্পতিবার রাতেই কসবার পিকনিক গার্ডেন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করে নগদ ১৯.৫ লক্ষ টাকা। মোট ৫০,০০০ টাকার ১৯টি বান্ডিল উদ্ধার করছে পুলিশ। অভিযুক্তকে হেফাজতে রেখে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি বিদেশি নাগরিকদের লক্ষ্য করে প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা চালাত। এদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।
  • Link to this news (আজকাল)