নদিয়া ও বনগাঁয় গ্রেপ্তার ১২ বাংলাদেশী অনুপ্রবেশকারী
দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৫
সীমান্ত পেরিয়ে গা ঢাকা দিয়েছিল ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবশেষে নদিয়া ও বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নদিয়ার ধনতলা থেকে ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বনগাঁর বাগদা সীমান্ত থেকে। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, নদিয়ার ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তারা। খবর পেয়ে আচমকা হানা দেয় পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই অনুপ্রবেশকারীরা কয়েক মাস আগে দালালের সাহায্যে সীমান্ত পেরিয়ে নদিয়ায় অনুপ্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ শুরু করে। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে তারা ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। সেই উদ্দেশ্যেই গতকাল রাতে ধানতলার সীমান্ত এলাকায় আনাগোনা শুরু করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়ার পরেই তাদের গ্রেপ্তার করে। তাদের আজ শনিবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়।
অন্যদিকে, শনিবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদার পুরদহ চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে আরও পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে৷ তারাও একইভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তাদের সঙ্গে কোনও ভারতীয় পরিচয়পত্রও পাওয়া যায়নি। দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের। এরপর জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের কথায় উঠে আসে একাধিক অসঙ্গতি। ঘটনায় তিনজন দালালকেও পাকড়াও করা হয়েছে। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পরে জানা যায়, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশের নড়াইল বাঘেরহাট-সহ একাধিক জেলার বাসিন্দা। চোরাপথে সীমান্ত পেরিয়ে গুজরাটে গিয়ে তারা কাজ করছিল। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে তারা দালাল ধরে বাংলাদেশ ফেরার চেষ্টায় করছিল। এরপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত যুদ্ধের আবহে সীমান্ত এখন কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকাতেও চলছে কড়া নজরদারি। কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনও। এই অবস্থায় গত কয়েকদিন ধরেই নদিয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। ফের পুলিশের হাতে আরও ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার।