• বাংলাদেশ ও পাকিস্তানের হয়ে বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি
    দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৫
  • ত্রিপুরায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটকানোর জেরে নদিয়ার বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহেই কর্তব্যরত এক বিএসএফ জওয়ানের বাড়িতে এই হুমকি চিঠির জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘোড়ালিয়া এলাকায়। পাকিস্তান ও বাংলাদেশের প্রশস্তি করে এই হুমকির জেরে আতঙ্কে রয়েছেন জওয়ানের পরিবারের সদস্য এবং আত্মীয়রা। আতঙ্ক ছড়িয়েছে এলাকাতেও। কিন্তু কে হুমকি দিয়ে এই চিঠিটি পাঠিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, যাঁর বাড়িতে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে, সেই কর্তব্যরত বিএসএফ জওয়ানের নাম বিশ্বজিৎ নাগ। তিনি বর্তমানে ত্রিপুরায় কর্মরত। শনিবার সকালে বাড়ির উঠোনে এই হুমকি চিঠি কুড়িয়ে পান ওই জওয়ানের স্ত্রী। সেই চিঠিতে লেখা রয়েছে, ‘পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় বাংলাদেশীদের আটকেছে। বাড়িতে একা আছো।’ এই হুমকির চিঠি পেয়ে জওয়ানের বাড়িতে ছুটে আসেন তাঁর আত্মীয়রা।

    বিএসএফ জওয়ান বিশ্বজিতের খুড়তুতো দাদা কাজল নাগ বলেন, বাড়িতে ভাইয়ের বউ একা থাকে। কাকু, কাকিমা চিকিৎসা করাতে গুজরাটে গিয়েছেন। হুমকির চিঠি পেয়ে আতঙ্কে রয়েছি। এদিন ভাইয়ের বউ হুমকির চিঠিটি বাড়ির উঠোনে কুড়িয়ে পান। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা বলতে পারব না।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্থানীয় কোনও বাংলাদেশী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। কে এই কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে হাতের লেখার নমুনা সংগ্রহ করে তদন্ত চালানো হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)