• হাসপাতাল থেকে সদ্যোজাত চুরি করে পালাতে গিয়ে পাকড়াও মহিলা! উত্তেজনা মালদহে
    প্রতিদিন | ১১ মে ২০২৫
  • বাবুল হক, মালদহ: সদ্যোজাত চুরির চেষ্টার অভিযোগ ঘিরে ধুন্ধুমার হাসপাতাল চত্বরে। যদিও পরে অভিযুক্ত মহিলাকে পাকড়াও করা হয়। উদ্ধার হয়েছে সদ্যোজাতও। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। শিশু চুরির চেষ্টার ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অভিযোগে হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান প্রসূতির আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত করছে। হাসপাতালের তরফেও আরও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, গাজোল থানার বুজরুক বান্ধাইল এলাকার বাসিন্দা ইসা সাহা চারদিন আগে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। আজ শনিবার মা ও সন্তানের ছুটি হওয়ার কথা ছিল। তাঁর পরিবারের সদস্যরা তখন হাসপাতালে পৌঁছননি। হাসপাতালের বেডে সদ্যোজাতকে শুইয়ে রেখে পাশের রোগীদের জানিয়ে ছুটির জন্য কাগজপত্র জেরক্স করতে গিয়েছিলেন প্রসূতি নিজেই। ফিরে এসে তিনি দেখেন সদ্যোজাত বিছানায় নেই। কান্নাকাটি করতে থাকেন ওই প্রসূতি। পরিবারের লোকজনও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন।

    হাসপাতালের মধ্যেও ওই শিশুটির খোঁজ পাওয়া যায়নি। আশপাশ এলাকাতেও শিশুটির খোঁজে তল্লাশি চলতে থাকে। অবশেষে কিছুটা দূরে বেলডাঙ্গি এলাকা থেকে শিশু-সমেত পাওয়া যায় অভিযুক্ত মহিলাকে। এরপরেই শুরু হয় উত্তেজনা। শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে বিক্ষোভকারীরা দাবি করতে থাকে, ওই অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। এই নিয়ে আরও উত্তেজনা বাড়তে থাকে। যদিও পরে পুলিশ পরিস্থিতি আনে। গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় বলেন, “ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হচ্ছে।” গাজোল থানার পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। একজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)